1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১১ই শাবান, ১৪৪৬ হিজরি
শিরোনামঃ
জুলাই শহীদ পরিবারের চাকরি নতুন কোটা হিসেবে যুক্ত হবে না: নাহিদ ইসলাম জুনের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছেন সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গা রাজশাহীতে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ‘ছেলেরা যদি আমার ভাইয়ের মতো হতো’ সিএনজিচালক মিটারের বেশি ভাড়া নিলেই ৬ মাসের জেল, জরিমানা ৫০ হাজার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এবার হবে সেরা নির্বাচন: ইউএনডিপি এনআইডিতে বয়স ১১৬ বছর, ইনি কি হচ্ছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী? মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় ২৭ হাজার পাসপোর্ট বিতরণ  তসলিমার ‘চুম্বন’ বিক্রি, জয় বাংলা স্লোগান: স্টল সাময়িক বন্ধ

৫ উইকেটে ১৯৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ভারত

  • প্রকাশিতঃ শনিবার, ২২ জুন, ২০২৪

ভারত জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। হেরে গেলেও আরেকটি সুযোগ আছে। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে ব্যাক ফুটে। আজ হেরে গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সেমির আগেই বিদায় নিশ্চিত হয়ে যাবে।

এমন কঠিন সমীকরণের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

শনিবার ওয়েষ্ট ইন্ডিজের অ্যান্টিগার নর্থ সাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ ক্রিকেট দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন ভারতীয় দুই তারকা ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি। ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া ভারতীয় অধিনায়ক রোহিতকে আউট করে ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান।

বিশ্বসেরা অলরাউন্ডারের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন রোহিত। ৩.৪ ওভারে দলীয় ৩৯ রানে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। তার আগে মাত্র ১১ বলে তিনটি চার আর এক ছক্কায় ২৩ রান করেন ভারতীয় এই ওপেনার।

রোহিত আউট হওয়ার পর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিনিও রোহিতের মতো একের পর এক বাউন্ডারি হাঁকান। তার লাগাম টেনে ধরেন তানজিম হাসান সাকিব।

তানজিমের বল ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে লাইন মিস করে বোল্ড হন বিরাট কোহলি। তিনি থেমেছেন ২৮ বলে এক চার আর তিন ছক্কায় ৩৭ রান করে। কোহলিকে বোল্ড করার পর তানজিমের উদ্‌যাপন ছিল বেশ ক্ষীপ্র।

এরপর ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব। পরের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন এই তারকা ব্যাটসম্যান। তানজিমের শর্ট লেংথের বলে আউটসাইড-এজের পর ধরা পড়েছেন উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। তার বিদায়ে ৮.৩ ওভারে দলীয় ৭৭ রানে তৃতীয় উইকেট হারায় ভারত।

সূর্যকুমার যাদব আউট হওয়ার পর উইকেটে সেট হওয়ার পর ব্যাটিং তাণ্ডব চালান ঋষভ পন্থ। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া ভারতীয় এই উইকেটকিপার ব্যাটসম্যানকে আউট করেন রিশাদ হোসেন। তার লেগস্পিন বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পন্থ। তার বিদায়ে ১১.৪ ওভারে ১০৮ রানে চতুর্থ উইকেট হারায় ভারত।

এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে ৩৪ বলে ৫৩ রানের ‍জুটি গড়েন শিবম দুবে। ১৭.২ ওভারে দলীয় ১৬১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে শিবম দুবেকে সাজঘরে ফেরান রিশাদ হোসেন। তার আগে ২৪ বলে তিন ছক্কায় ৩৪ রান করেন শিবম দুবে।

এরপর হার্দিক পান্ডিয়ার ২৭ বলের ৫০ রানের ঝড়ো ইনিংসে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট নেন রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।

 

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD