1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সোনাক্ষীর বিয়ে আজ

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুন, ২০২৪

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শুক্রবার। মেহেদি সন্ধ্যার পর আজ রবিবার পাত্র জাহির ইকবালের বাড়িতে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে সম্পন্ন হবে। ইতিমধ্যে বিয়ের অনুষ্ঠানে পৌঁছানোর জন্য নিজ বাড়ি থেকে রওয়ানা দিয়েছেন সোনাক্ষী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের বান্দ্রার বাস্তিয়ানে অনুষ্ঠিত হবে বিয়ের গ্র্যান্ড আসর। রাত ৮টার দিকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। এদিন অতিথিদের ‘ড্রেস কোড’ হিসেবে উৎসবে পরার মতো মানানসই ‘ফর্মাল’ পোশাক পরতে বলা হয়েছে। তবে, প্রত্যেককে লাল রঙের পোশাক পরতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ, আন্দাজ করাই যায়, এ দিন নববধূকেই শুধুমাত্র লাল রঙের পোশাকে দেখা যাবে।

রবিবার দুপুরের দিকে তাকে বান্দ্রায় যেতে দেখা যায়। এসময় তার পরনে ছিল সাদা টপ ও ডেনিম জিনস।

এদিকে জাহির ইকবাল মুসলিম হওয়ায় গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উঠেছে তা হলো, বিয়ের পর তিনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, তাদের বিয়ে যেহেতু দুই ধর্মের দুই মানুষের মধ্যে হচ্ছে সেহেতু সেটা নিয়ে চর্চা হয়ে চলেছে। এসব প্রশ্নের খোলাখুলি উত্তর দিয়েছেন সোনাক্ষীর হবু শ্বশুর ইকবাল রতংশী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইকবাল রতংশী জানিয়েছেন, সোনাক্ষী বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করবেন না। তিনি জোর দিয়ে বলেন, আমার ছেলে ধর্ম বদলাচ্ছে না এটা নিশ্চিত। এটা মনের মিলনের অনুষ্ঠান। ধর্মের এখানে কোনও কাজ নেই। তিনি জানান, ১৯৫৪ সালের বিশেষ ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী সামাজিক ভাবে বিয়ে করবেন সোনাক্ষী এবং জাহির।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD