1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

পোস্ট মাস্টারের আত্মসাৎ করা ২ লাখ টাকা ফেরত পাচ্ছেন সেই পারুল

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুন, ২০২৪
রাজশাহীর জেলার তানোরে পোস্ট মাস্টার দ্বারা প্রতারিত হওয়া পারুল বেগমকে তার গচ্ছিত দুই লাখ টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ডাক অধিদফতর।
রোববার (২৩ জুন) প্রতিমন্ত্রীর দফতরে তানোর পোস্ট অফিসে গ্রাহকদের গচ্ছিত টাকা আত্মসাতের ঘটনায় করণীয় সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি  প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিতি ছিলেন।
জানা গেছে, সম্প্রতি ডাক অধিদফতরের অধীন তানোর উপজেলা পোস্ট অফিসে পারিবারিক সঞ্চয়পত্রে টাকা জমা রেখে প্রতারিত হন পারুল বেগম। টাকা ফেরত না পেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এতে হস্তক্ষেপ করেন। পরে প্রতিমন্ত্রী ডাক অধিদফতরের মহাপরিচালককে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।

 

 

এ বিষয়ে ডাক অধিদফতর থেকে জানানো হয়, পারুল বেগম তানোর উপজেলা ডাকঘরে দুই লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র  কিনেছিলেন। মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় মুনাফা লাভের আশায় উপজেলা পোস্ট মাস্টার মোহাম্মদ মোকসেদ আলীর কাছে দুই লাখ টাকা জমা রেখেছিলেন এবং মাসে মাসে যথারীতি আগের মতই মুনাফা নিতেন। কিন্তু দ্বিতীয়বার দুই লাখ টাকা জমা রাখার সময় তিনি অফিসিয়ালি কোনো সঞ্চয়পত্র ক্রয় করেননি অথবা পোস্ট অফিসে এফ.ডি.এসবিতে টাকা জমা রাখেননি। পারস্পরিক বিশ্বাসে আর্থিক লেনদেন করেছেন মাত্র। যেহেতু পারস্পরিক বিশ্বাসে টাকা জমা রেখেছেন, সেক্ষেত্রে এর দায় ডাক বিভাগের ওপর বর্তায় না বলেও অধিদপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়।
পরে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট উপজেলা পোস্ট মাস্টারের বিরুদ্ধে অনৈতিক আর্থিক লেনদেন করায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় ২৩ জুন পর্যালোচনা বৈঠকে তানোর ছাড়াও সারা দেশের সর্বত্র এমন অসঙ্গতিগুলো খুঁজে বের করে প্রতিহত করতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। একইসঙ্গে সরকারি রশিদ ব্যতীত কেউ যেন কোনো টাকা লেনদেন না করেন, সে বিষয়ে সচেতনতা তৈরি করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পলক বলেন, ডাক বিভাগের অল্পসংখ্যক অসৎ কর্মীদের জন্য গোটা ডাক ডাক পরিবারের সদস্যদের সম্মান আমরা নষ্ট করতে চাই না। তাই ডাক পরিবারের সম্মান অক্ষুণ্ন রাখতে এবং বাংলাদেশের নাগরিকদের কাছে ডাক বিভাগের গ্রহণযোগ্যতা বহাল থাকতে আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে, অসৎ ও অন্যায়কারীদের প্রতিহত করতে হবে।
তিনি বলেন, তানোরের পারুল বেগমের কান্না ডাক বিভাগের দায়বদ্ধতার বিষয়। আর কোনো পারুল বেগমের কান্নার কারণ যেন ডাক বিভাগ না হয়, এখনই সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা চাই আমাদের ডাক বিভাগের সেবার মান বৃদ্ধি ও সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশের নাগরিকদের নির্বিঘ্ন সেবা প্রদান করতে এবং গ্রাম বাংলার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে।

 

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD