1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

কাশির সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবন, দুই যুবকের মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুন, ২০২৪
হাটহাজারীতে কাশির সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবনের পর দুই যুবকের মৃত্যু হয়েছে।রোববার (২৩ জুন) ভোরে হাটহাজারীর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (কৃষি ফার্ম) উত্তরে কর্মচারীদের আবাসিক সংলগ্ন এলাকায় তাদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তারা হলেন-হাটহাজারী বাজারের সবজি বিক্রেতা মো. রাসেল (১৮) ও সবজির দোকানের কর্মচারী মো. শাকিল (১৪)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর উল্লাহ আশেক  বলেন, মুমূর্ষু অবস্থায় ওই দুই যুবককে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থা অবনতি হলে চমেক হাসপাতালে প্রেরণ করে। পরে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান    বলেন  , দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পৃথক দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD