1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১১ই শাবান, ১৪৪৬ হিজরি
শিরোনামঃ
জুলাই শহীদ পরিবারের চাকরি নতুন কোটা হিসেবে যুক্ত হবে না: নাহিদ ইসলাম জুনের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছেন সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গা রাজশাহীতে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ‘ছেলেরা যদি আমার ভাইয়ের মতো হতো’ সিএনজিচালক মিটারের বেশি ভাড়া নিলেই ৬ মাসের জেল, জরিমানা ৫০ হাজার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এবার হবে সেরা নির্বাচন: ইউএনডিপি এনআইডিতে বয়স ১১৬ বছর, ইনি কি হচ্ছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী? মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় ২৭ হাজার পাসপোর্ট বিতরণ  তসলিমার ‘চুম্বন’ বিক্রি, জয় বাংলা স্লোগান: স্টল সাময়িক বন্ধ

‘অস্কার’, ‘লাল কার্ড’: গুলবদিনের চোট-কাণ্ডে কী বলছে ক্রিকেটবিশ্ব

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

১০ টা ১ মিনিটে গুলবদিন নাইব হাঁটতেই পারছেন না। ১০ টা ৩১ মিনিটে জয়ের উদযাপনে সবচেয়ে দ্রুত ছুটছেন আফগানিস্তানের এই অলরাউন্ডার। দুই সময়ের ছবি যোগ করে মিম তৈরি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাইবের ইনজুরি হাস্যরসের কারণই হয়ে দাঁড়িয়েছে। তবে একই সঙ্গে তার এই ঘটনা ক্রিকেটবিশ্বে আলোচনার জন্মও দিয়েছে।

তীব্রভাবে যেমন সমালোচনা করেছেন সাইমন ডুল। মজার ছলে দারুণ এক মন্তব্য করেছেন ইয়ান স্মিথ। ম্যাচশেষে রশিদ খান বলেছেন- ম্যাচে বিশাল পার্থক্য গড়ে দেয়নি, এটা হতেই পারে। ভারতের কিংবদন্তি অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এক্সে লিখেছেন, ‘গুলবদিন নাইবের জন্য লাল কার্ড’। নাইবের ইনজুরিকে অনেকে আখ্যা দিচ্ছেন ‘অভিনয়’, ‘নাটক’ বলে! ধারাভাষ্যে জিম্বাবুয়ের পমি মবঙ্গোয়াও বলতে দ্বিধা করেননি, ‘অস্কার, ইমি?’

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচে দ্বিতীয় ইনিংসের ১২তম ওভারের ঘটনা। বৃষ্টির পানি পড়তে শুরু করেছে। মাঠের বাইরে থেকে আফগানিস্তানের কোচ জনাথন ট্রট বলতে থাকেন, ‘স্লো ডাউন’। ১১.৪ ওভারের খেলা শেষে তখন বাংলাদেশ ডিএলএস পদ্ধতিতে ২ রানে পিছিয়ে ছিল। সেসময় টাইগারদের স্কোর ছিল ৭ উইকেটে ৮১ রান।

ইংলিশ কোচ ট্রট খেলার গতি কমানোর কথা বলতে না বলতেই দেখা যায় স্লিপে থাকা নাইব পড়ে গেছেন। হুট করে পায়ে ব্যথার অঙ্গভঙ্গি করেন। কিছুক্ষণ মাঠেই শুয়ে থাকেন এই আফগান। এরপর তাকে নাভিন উল হক ও দলের ফিজিও মিলে কাঁধে করে নিয়ে যান। মিনিট সাতেক পরই আবার খেলা শুরু হয়ে যায়। প্রথমে নাইবের বদলি হিসেবে নাজিবুল্লাহ জাদরানকে ফিল্ডিং করতে দেখা যায়। যদিও ১২তম ওভার শেষেই আবার মাঠে ফিরেন নাইব। এরপর ১৫তম ওভারে পুরোদমে বোলিংও করেন এই ডানহাতি পেসার। আফগানিস্তানকে এনে দেন তানজিম হাসান সাকিবের উইকেট।

নাইবের এই চোট-কাণ্ডের সময়ে ধারাভাষ্যে সাইমন ডুল অনেকটা উত্তেজিত হয়ে পড়েন, ‘অহ, না, না, না, দুঃখিত। আমি এটা নিতে পারছি না। এমনকি রশিদের পছন্দ হচ্ছে না। এটা শুধু খেলা দেরি করার কৌশল। আমি বুঝতে পারছি, তবে একদমই পছন্দ করছি না। বাংলাদেশ ২ রান পিছিয়ে আছে। কোচের কাছ থেকে একটি বার্তা এলো, খেলার গতি কমাও। এবং প্রথম স্লিপ খামোখা নুয়ে পড়লেন মাটিতে। এটা অগ্রহণযোগ্য।’

ডুলের স্বদেশী ইয়ান স্মিথ মজার এক মন্তব্য করেন একই সময়ে। এই কিউই বলেন, ‘আমার শেষ ছয় মাস ধরে একটি ঝুঁকিপূর্ণ হাঁটু রয়েছে। আমি এই খেলার পরপরই গুলবদিন নাইবের ডাক্তারের শরণাপন্ন হবো। সে এখন বিশ্বের অষ্টম আশ্চর্য।’

ম্যাচশেষে প্রেজেন্টেশনে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ডুল এ ব্যাপারে প্রশ্ন করেন রশিদকে। এই লেগি তখন বেশি কিছু বলেননি, ‘ওর ক্র্যাম্প হয়েছিল, আশা করি ঠিক হয়ে যাবে।’

নাইবের কাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনেও আফগানিস্তান অধিনায়ককে প্রশ্নের মুখোমুখি হতে হয়। রশিদ বলেন, ‘সে কিছু ক্র্যাম্পে ভুগছিল। আমি জানিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে কী হচ্ছে কিন্তু সেটা কোনো ব্যাপার না। এটা শুধু অনফিল্ড ইনজুরি যা হতেই পারে। বৃষ্টি এসেছে এবং আমরা মাঠ ছেড়ে গিয়েছি। এটা এমন কিছু না যা ম্যাচে বিশাল পার্থক্য গড়ে দিয়েছে।’

whatsapp sharing button
sharethis sharing button

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD