টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নিয়ে দেশে ফিরলো বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ১টি বড় জয়ই সেমিফাইনালে নিয়ে যেতো বাংলাদেশকে। কিন্তু টি-টোয়েন্টি জমানায় সে চ্যালেঞ্জ নিতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। ৭ ম্যাচ খেলে চার হারের বিপরীতে তিন জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। কিন্তু গল্পটা ভিন্ন হলেও পারতাে।
আজ শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় দেশের মাটিতে পা রাখে বাংলাদেশ। ক্রিকেটাররা ফিরলেও ফেরেননি বিদেশি কোনো কোচ। টাইগারদের বিশ্বকাপ অভিযানকে অম্লমধুর বললে কম হবে না। ১৭ বছর পর সুপার এইটে উত্তীর্ণ হওয়া। একই সাথে এক আসরে সর্বোচ্চ তিন জয়ের প্রাপ্তিও কম নয়।
কিন্তু বড় দলগুলোর বিপক্ষে লড়াই করার ব্যর্থতা এখনো খুঁড়ে খাচ্ছে বাংলাদেশকে। যে ব্যাটিং ব্যর্থতার আলােচনা থেকে এতো দিন ধরে, সেখান থেকে বের হতে পারেনি বাংলাদেশ। যদি ব্যাটিংয়ে গভীরতা থাকতো, তাহলে গল্পটা ভিন্ন হতে পারতো।
১২.১ ওভারে ১১৬ রান টপকে যাওয়া এই সময়ের জন্য আহামরি দুঃসাধ্য অর্জন নয়। অন্তত জয় তো চাই। আর সে ম্যাচে উল্টো হেরেছে বাংলাদেশ। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করলে কিছুটা হলেও মাথা উঁচু থাকতাে সমর্থকদের।