1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

অবসরের সিদ্ধান্ত জানিয়ে কোহলি বললেন, ‘সৃষ্টিকর্তা পরম করুণাময়’

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ জুন, ২০২৪

শুরুতে বললেন, ‘এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।’ একটু পর আরেক প্রশ্নের উত্তর জানাতে গিয়ে নিজের পরিকল্পনা সোজাসাপ্টা জানিয়ে দিলেন, ‘এটা আমার ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি। এখন পরবর্তী প্রজন্মের টি-টোয়েন্টি খেলাকে এগিয়ে নেওয়ার সময়।’

 

বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজের অবসরের সিদ্ধান্ত এমন মঞ্চে জানালেন যেখানে মিশে আছে গৌরব, সম্মান, ঐশ্বর্য। ভারত দ্বিতীয়বার জিতল টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। ভারতকে জেতালেন বিরাট কোহলি। হাসল তার ব্যাট। ভারত জিতল ফাইনাল।

অথচ ফাইনালের আগে চরম বিপদে ছিলেন কোহলি। আগের ৭ ইনিংসে তার রান ছিল মাত্র ৭৫ রান। বিবর্ণ পারফরম্যান্সের কারণে জায়গা ধরে রাখার অপবাদও যুক্ত হয় তার নামের পাশে। অথচ ফাইনালেই বিরাটের রান ৭৬। দলের হয়ে সর্বোচ্চ। ৫৯ বলে তার খেলা ইনিংসে ভারত ১৭৬ রান সংগ্রহ করে। জবাবে দক্ষিণ আফ্রিকা আটকে যায় ১৬৯ রানে। ৭ রানের জয়ে ভারতের ঘরে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।

 

বিরাট অবসরে যাবেন এমন ফিসফিসানি আগে থেকে ছিল। তারকা ক্রিকেটার নিজের ব্যক্তিগত জিনিসগুলো আড়ালে রাখতে পছন্দ করেন। কিন্তু এবার বিশ্বকাপ জেতার পর বড় মঞ্চে ভাগাভাগি করলেন নিজের সিদ্ধান্ত। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে কোহলি বলেছেন,

 

‘এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমরা এটা (বিশ্বকাপ) জিততে চেয়েছিলাম। আপনার একটা সময়ে মনে হতে পারে হয়তো এটা আর সম্ভব নয়। কিন্তু তারপরও হয়ে গেল। সৃষ্টিকর্তা পরম করুণাময়। হয় এবার আর নয়তো কখনোই নয়…এইতো।’

‘ভারতের হয়ে এটা আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচও। আমরা শিরোপা উঁচিয়ে ধরতে চেয়েছিলাম। আমার অবসরে যাওয়ার সিদ্ধান্তটা অনেকটা ওপেন সিক্রেট ছিল। আমি ঘটা করে নিজের সিদ্ধান্ত জানাবো বিষয়টা তেমন নয়। যদি আজ হেরেও যেতাম তবুও জানাতাম না। এখন সময় পরবর্তী প্রজন্মকে টি-টোয়েন্টি ক্রিকেট এগিয়ে নেওয়ার।’

ভারতের জন্য এই শিরোপা কতোটা আরাধ্য ছিল বোঝা গেল কোহলির কণ্ঠে, ‘লম্বা সময় অপেক্ষার পর আমরা এই শিরোপা পেলাম। শুধু এটা নয়, আমরা আইসিসির একটি টুর্নামেন্ট জিতলাম (১১ বছর পর)। রোহিতকে দেখুন, ও নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। আমি ষষ্ঠ। এই শিরোপার যোগ্য দাবিদার সে। ঠিক এই মুহূর্তে নিজের আবেগ, অনুভূতি নিয়ন্ত্রণে রাখা কঠিন। হয় তো কিছু সময় পর নিজে ডুবে যাবো। অসাধারণ একটি দিন গেল। আমি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ।’

 

১২৫ টি-টোয়েন্টিতে কোহলির রান ৪১৮৮। ৪৮.৬৯ গড় ও ১৩৭.০৪ স্ট্রাইক রেটে করেছেন এই রান। নামের পাশে আছে ১ সেঞ্চুরি ও ৩৮ ফিফটি। ব্যক্তিগত এই অর্জন ছাপিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মুকুট থাকবে সবার ওপরে। তাইতো শিরোপা জয়ের দিনেই এই ফরম্যাট থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন। সঙ্গে পেয়ে গেলেন অমরত্বের স্বীকৃতি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD