শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এরইমধ্যে পূর্ণাঙ্গ নায়িকা হয়ে আত্মপ্রকাশ ঘটেছে তার। দুদিন ধরে শোবিজ অঙ্গনে এই চিত্রনায়িকার বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছে।
সোমবার (১ জুলাই) রাতে দীঘির এক ফেসবুক পোস্ট থেকেই এমন জল্পনার শুরু।
দীঘি ফেসবুকে একটি বিয়ের কার্ডের ছবি পোস্ট করেন। কার্ডটির একটি অংশে লেহেঙ্গা পরা তার একটি ছবি দেখা গেছে আর বাকি অংশ তিনি ঢেকে রেখেছেন হাত দিয়ে। দীঘির অনামিকায় শোভা পাচ্ছে এনগেজমেন্ট রিং!
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না আর…! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
তারপর থেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন সবাই। সবার মনে একটিই প্রশ্ন ‘বিয়ে করে ফেলেছেন দীঘি?’ আবার কেউ বলছেন, ‘বিয়ে নাকি অভিনয়?’
তবে সত্যিই কী বিয়ে করলেন দীঘি? খোঁজ নিয়ে জানা গেছে, এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না অভিনেত্রী। ফেসবুকের সেই পোস্টটি মূলত প্রমোশনাল। চুক্তিবদ্ধ হওয়া নতুন একটি সিনেমার প্রমোশনের উদ্দেশেই পোস্টটি দিয়েছেন দীঘি। তবে সেই সিনেমার নাম বা বিস্তারিত কিছু এখনই বলতে চাননা তিনি। এ কারণেই এমন উড়ো পোস্ট।
বিষয়টি নিয়ে দীঘি কথা না বললেও তার বাবা অভিনেতা সুব্রত গণমাধ্যমকে বলেন, ‘অনেকে যে রকম ভেবেছেন, বিষয়টি আসলে তা নয়। দীঘির নতুন একটি সিনেমা আসছে, সেটিরই প্রমোশনাল পোস্ট এটা।’
প্রসঙ্গত, দীঘিকে সর্বশেষ দেখা গেছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এতে তিনি ছিলেন বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায়। তার বিপরীতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের চরিত্রে ছিলেন আরিফিন শুভ।