আগেই নির্ধারিত ছিল বাংলাদেশ আগামী মাসে পাকিসাত্ন সফরে টেস্ট খেলতে যাবে। তবে কবে, কখন, কোথায় হবে ম্যাচগুলো তা নিশ্চিত ছিলো না। এখনো আনুষ্ঠানিক না হলেও পাকিস্তানি সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে সম্ভাব্য সূচি।
যেখানে ২১ আগস্ট প্রথম ও ৩০ আগস্ট শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচের সম্ভাব্য ভেন্যু মুলতান, দ্বিতীয় ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডি।
সফরে দুইটি টেস্ট খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তানে যাবে বাংলাদেশ। এমনটাই জানাচ্ছে পাকিস্তানি সংবাদ মাধ্যম।
সম্প্রতি দেশটির সংবাদ মাধ্যমে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছে লাহোরের আইকনিক ভেন্যু গাদ্দাফি স্টেডিয়ামে এই সিরিজের কোনো ম্যাচ হবে না। ফলে সম্ভাব্য ভেন্যু হিসেবে আছে করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডি। তবে মুলতান ও রাওয়ালপিন্ডিতেই ম্যাচ দুটো মাঠে গড়ানোর জোর সম্ভাবনা।
সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২০২৫ চক্রের অংশ। এখনো পর্যন্ত দুই দল মোট ১৩ টি টেস্টে মুখোমুখি হয়েছে। যেখানে ১২ বারই পরাজিত দল বাংলাদেশ, একটি ম্যাচ হয়েছে ড্র। এবার কি টাইগাররা পরিসংখ্যান বদলাতে পারে কিনা সেটাই দেখার বিষয়।