1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

পরীমণির প্রজাপতির সংসার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। কখনো ব্যক্তিগত, কখনো পেশাগত— কোনো না কোনো বিষয় নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন। শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙার পর কাজে ফিরেছেন পরীমণি। সিঙ্গেল মাদার হিসেবে পুত্র পুণ্যকে (পদ্ম) বড় করছেন। কয়েক মাস আগে কন্যা সন্তান দত্তক নেন পরীমণি।

 

পরীমণি তার কন্যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। শুক্রবার (৫ জুলাই) প্রিয়মের বয়স দুই মাস পূর্ণ হলো। ঘরোয়াভাবে বেশ আয়োজন করে কেক কেটে কন্যার জন্মদিন পালন করেছেন পরীমণি। তার কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

 

একটি ছবিতে দেখা যায়, পরীমণির পরনে শাড়ি। টেবিলের সামনে ছোট্ট কন্যাকে কোলে নিয়ে বসে আছেন তিনি। আর পুত্র পূণ্য পরীমণিকে কেক খাইয়ে দিচ্ছেন। ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, ‘এটা এক প্রজাপতির সংসার। আজ আমার মেয়ের দুই মাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ। শুভ জন্মদিন আমার রাজকন্যা সাফিরা সুলতানা প্রিয়ম।’

 

ছবিগুলো পোস্ট করার ২ ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে লক্ষাধিক। মন্তব্য করেছেন ৭ হাজারের বেশি। ছবিগুলো দেখে পরীমণির ভক্ত-অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। প্রিয়া দত্ত লিখেছেন, ‘প্রজাপতিদের জন্য অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা।’ নাসির ইবনে ওহাব লিখেছেন, ‘মা-ছেলে, এখন আবার আসলো নতুন সদস্য, তোমাদের দেখলেই মনটা ভালো হয়ে যায়।’

পরীমণি ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব সিরিজের কাজ করছেন। এটি নির্মাণ করছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামে একটি চরিত্রে। এ ছাড়াও ওপার বাংলার একটি সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD