1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মেয়ের টানা চতুর্থবারের জয়ে যা বললেন মা শেখ রেহানা  

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে মেয়ে টিউলিপ সিদ্দিকের টানা চতুর্থবারের জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। গতকাল নির্বাচনের ফলাফল প্রকাশের পর গণমাধ্যমের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়ের জয় নিয়ে নিজের অনুভূতি জানান তিনি।এ সময় তিনি বলেন, আমি আসলে কখনো স্বপ্ন দেখিনি যে টিউলিপ রাজনীতিতে আসবে। আমি চেয়েছিলাম সে শিক্ষক হোক, জজ-ব্যারিস্টার বা অন্য কিছু হোক।

কিন্তু সে শেষ পর্যন্ত রাজনীতিকেই বেছে নিয়েছে।এক প্রশ্নের জবাবে টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা বলেন, আজকে তার এই অবস্থান সম্পূর্ণই তাঁর নিজের প্রচেষ্টার ফল। এখানে আমার কোনো অবদান নেই। মা হিসেবে সন্তানকে যতটুকু দেখভাল করার প্রয়োজন আমি শুধু সেটুকুই পালন করেছি।

শেখ রেহানা বলেন, আমার মেয়ে আবারও এমপি নির্বাচিত হয়েছে। আশা করছি যেখানে মানুষের সেবা প্রয়োজন সে নিষ্ঠার সঙ্গে তা পালন করবে। স্বামী, সংসার, সন্তান সব কিছু সামলিয়ে দেশের সেবা করা একটু কঠিনই হয়ে যায়। শুধু নির্বাচনের সময়ই নয়, সে সারা বছরই এলাকার মানুষের কল্যাণে কাজ করে।

সে রাজনীতিতে তার জীবন উৎসর্গ করেছে। সবার কাছে দোয়া চাই সে যেন নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে পারে, অসহায়ের সহায় হয়ে উঠ

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD