প্রেম মানে না কোন বাঁধা বা উপেক্ষা তা আরেকবার প্রমান করলেন তাইওয়ানের তরুণী লিইউ হুক (৩১) এবং শরীয়তপুরের নড়িয়ার লৌনশিং গ্রামের যুবক রমজান ছৈয়াল।
মালদ্বীপে একটি কোম্পানিতে কাজের সূত্র ধরে পরিচয় লিইউ হুক এবং রমাজানের, তারপর একে অন্যের প্রতি ভালো লাগা, প্রেম, পরিনয়, মন দেওয়া নেওয়া এবং বিয়ে।
২৩ নভেম্বর লিইউ রমজানের প্রেমের ডাকে সাড়া দিয়ে শরীয়তপুরে আসে তাইওয়ানের এই তরুণী সাথে আসে তার বাবা। ঢাকায় এসে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন।
২৪ নভেম্বর তাদের হয় গায়ে হলুদ এবং ২৫ নভেম্বর শুক্রবার বিয়ে পিড়িতে বসেন লিউ এবং রমজান।
শরীয়তপুরের নড়িয়ার ৮ নং পৌরসভার লৌনশিং গ্রামের চেয়ারম্যান বলেন, আমি মেয়েটির সাথে কথা বলেছি এবং তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় সেই দোয়া করেছি।