1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

রান খরচে উদার মুস্তাফিজ, উইকেট শূন্য ম্যাচে ৪ ওভারে দিলেন ৫৩!

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জুলাই, ২০২৪

মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভালোই বিপদে আছে তার সমর্থকরা। এক ম্যাচে ভালো করলে আরেক ম্যাচে অচেনা। চলতি এলপিএলে শুরুতে ভালো করে শেষে গিয়ে বেধম মার খাওয়া। এই যেন মুস্তাফিজের প্রতিদিনকার নিয়তি।

কলম্বো স্টাইকার্সের বিপক্ষে আজ দারুণ শুরু পেয়েও শেষদিকে হারালেন খেই, হজম করলেন একের পর চার, ছক্কা। প্রথম ২ ওভারে ১৬ রান দিয়েও ৪ ওভারে তার নামের পাশে ৫৩ রান। পেলেন না কোনো উইকেট। আগে ব্যাট করা কলম্বো করলো ৬ উইকেটে ১৮৫ রান।

ইনিংসের চতুর্থ ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন অধিনায়ক। একটি ছক্কা হজম করলেও ৬ বলের ৪ টিই দিয়েছেন ডট। ওভারে খরচ করেন মাত্র ৭ রান।

ইনিংসের ৬ নম্বর ওভারের আবারও টাইগার পেসার আক্রমণে। অ্যাঞ্জেলা পেরেরা কাছে দুই চার হজম করলেও ওভারে তার খরচ ৯ রান। এই ওভারেও মুস্তাফিজের ডট তিনটি। ২ ওভারে ১৬ রান দেওয়া মুস্তাফিজের নামের পাশে ডট বলই ৭ টি।

অধিনায়ক মোহাম্মদ নবি মুস্তাফিজকে এরপর ডেকে নেয় ১৭তম ওভারে। প্রথম ৩ বলে ৪ রান দেওয়া টাইগার পেসার চতুর্থ ডেলিভারিতে ওয়াইড সহ দেন ৫ রান। শেষ বলে ছক্কা সহ খরচ করলেন ১৭ রান।

১৯তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে প্রথম বলেই হজম করলেন ছক্কা। ওভারে গ্লেন ফিলিপসের হাতে খেলেন আরও দুই ছক্কা। এই এক ওভারেই রান দিলেন ২০ রান। ৪ ওভারে টাইগার পেসারের খরচ হলো ৫৩ রান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD