1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

দুবাইতে গাড়ি বিস্ফোরণে ঢাকার ৫ জন নিহত

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জুলাই, ২০২৪

দুবাইতে গাড়ি বিস্ফোরণে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ৫ জন নিহত হয়েছেন। তারা থাকতেন দুবাইয়ের আজমান শহরে।

রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সাড়ে ১০টায় কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪) ,শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। তারা একই জায়গায় কাজ করতেন।

জানা গেছে, দুবাই সময় সকাল সাড়ে ৭টায় শহর থেকে কর্মস্থল আজমান শহরে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় গাড়িটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই ৫ বাংলাদেশির মৃত্যু হয়। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গ্রামের বাড়িতে নিহতের স্বজনরা ঘটনা জানতে পারেন।

নিহত রানার মা রৌশনারা রুসি ও নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান তরুন বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, দুবাইতে অবস্থানরত এ এলাকার প্রবাসীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ওই এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা সকলেই যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। কান্নার রোল পড়েছে স্বজনহারা পরিবারে। দুবাই প্রবাসী স্থানীয় লিটন হোসেন ছুটিতে এসেছিলেন। তিনি বলেন, একই জায়গায় থাকতেন। এ খবর শুনে তিনিও খুবই মর্মাহত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD