আনোয়ার ইব্রাহিমের মালয়েশিয়া জয়, ক্ষমতার পালা বদলে টিকে গেলেন আনোয়ার ইব্রাহিম। মাহাথিরকে টপকে ক্ষমতাশীন হলেন জেলে থাকা আনোয়ার ইব্রাহিম।
১৯৯৮ সালে মালয়েশিয়ায়র প্রধানন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন আনোয়ার ইব্রাহিম কিন্তু বিধিবাম সেই সময়ে সমকামীতার অভিযোগে তাকে জেলে পাঠানো হয়। ১৯৯৮ সালে ইব্রাহিম ছিলেন মালয়েশিয়ায়র উপপ্রধানমন্ত্রী।
২০০৪ সালে সালে আবারও কারাগারে পাঠানো হয় ইব্রাহিমকে। ২০১৫ সালে জেলে থেকে নির্বাচনী নিজের প্রচারনা চালায় আনোয়ার ইব্রাহিম।
এক সময় মাহাথির – আনোয়ার মধ্যে সখ্যতা গড়ে ওঠে। মাহাথির ও আনোয়ার ষড়যন্ত্র করে মালেশিয়ার দুর্নীতিগ্রস্থ প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকে ক্ষমতা থেকে হটান।