1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি

জয়া আহসানের মিষ্টি আলু

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জুলাই, ২০২৪

ঢালিউডের তারকা অভিনেত্রী জয়া আহসান। যিনি দুই বাংলার সমান জনপ্রিয়। বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী।

 

এবার জয়া বারান্দার মিষ্টি আলু চাষ করেছেন। আর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের মাঝে শেয়ার করে তাক লাগিয়ে দিয়েছেন। শেয়ার করা ছবিতে দেখা যায়, অলিভ গ্রিন কালারের শাড়ি পরে বারান্দায় ডালা হাতে মিষ্টি আলু নিয়ে দাঁড়িয়ে আছেন।

 

ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘মাটি খনন করে মিষ্টি আলু তোলা সবসময় একটি দুঃসাহসিক কাজ। আমার ছোট্ট বারান্দার চাষ করা মিষ্টি আলু।’ এখানে ছবিতে আরও দেখা যায়, বারান্দায় বাহারী রকমের সবজির গাছ রয়েছে পাশাপাশি ফুল গাছও। এ যেন একখণ্ড সবুজের মেলা ।

শাড়িতে জয়াকে বেশ মানিয়েছে। বাঁধা চুলে হালকা মেকআপ আর মিষ্টি হাসি যেন অনুরাগীদের মন ছুঁয়ে যায়। সকাল সকাল বেশ হাসিখুশি মেজাকে ভক্তদের মাঝে ধরা দিলেন তিনি।

 

আরিফ খান নামে এক ভক্ত এ পোস্টের কমেন্টে লিখেছেন, ‘আপনার বারান্দার বাগানের ভয়ে আছি! এটা অবিশ্বাস্য যে আপনি এত অল্প জায়গায় মিষ্টি আলু চাষ করতে পেরেছেন। আপনি আমাদের সকলের জন্য একটি অনুপ্রেরণা।’

আরেক ভক্তের ভাষ্য, ‘অনেকদিন পর মিষ্টি আলু দেখলাম, মিষ্টি আলু মাটির চুলায় পুড়িয়ে খেতে অনেক মজা। আপনি চাইলে পুড়িয়ে খেতে পারেন। আর আমাদের দাওয়াত করতে পারেন।’ অনেকে জয়ার এ ছবি দেখে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জির সঙ্গে তুলনা করেছেন।

 

উল্লেখ্য, জয়ার চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে। পরে দীর্ঘ ৬ বছর পর নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি মেরিল-প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD