আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। ইতোমধ্যে আইসিসির কাছে খসড়া সূচি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংলিশ সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া ওই সূচিতে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে।
খসড়া এই সূচি এখনো অনুমোদনের অপেক্ষায়। কারণ ভারত প্রতিবেশী দেশ পাকিস্তানে গিয়ে খেলবে কিনা তা এখনো অনিশ্চিত। যদিও ভারতকে হিসেবে ধরেই সূচি বানিয়েছে পিসিবি। যেখানে তাদের সবগুলো ম্যাচ রাখা হয়েছে লাহোরে।
ভারত, পাকিস্তানের সাথে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা ওঠার কথা চ্যাম্পিয়নস ট্রফির। ৯ মার্চ ফাইনাল দিয়ে নামবে পর্দা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। পরদিন ২০ ফেব্রুয়ারি খেলবে বাংলাদেশ ও ভারত।
বাংলাদেশের পরের দুই ম্যাচ ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। ২৭ ফেব্রুয়ারি লাহোরে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ।
আসরের হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি মাঠে গড়ানোর কথা ১ মার্চ লাহোরে।