1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ জিতে ১২৫ কোটি টাকার মধ্যে কে কত টাকা পেলেন রোহিতরা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে না থাকায় অনেকেই রিঙ্কু সিংকে দুর্ভাগা হিসেবে আখ্যা দিয়েছিলেন। তবে তাকে ভাগ্যবান বলাই যায়। বিশ্বকাপ দলে না থেকেও ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছেন মারকুটে এ ব্যাটার। বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে বিসিসিআই উপহার হিসেবে যে ১২৫ কোটি টাকা দিচ্ছে; সেটা থেকে কে কত টাকা পাচ্ছেন, তা চূড়ান্ত হয়ে গেছে।

বিসিসিআইয়ের এই উপহারের টাকা দলের সঙ্গে থাকা অর্থাৎ দলের রিজার্ভ ক্রিকেটাররাও পাচ্ছেন। এ তালিকায় রিঙ্কু সিং ছাড়াও খলিল আহমেদ, শুভমান গিল ও আভেশ খান আছেন। তাদের প্রত্যেককেই ১ কোটি রুপি করে দিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। এমনকি জাতীয় দল নির্বাচনে যে পাঁচজন যুক্ত আছেন, তারাও ১ কোটি রুপি করে পাচ্ছেন।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা অর্থাৎ বিশ্বকাপজয়ী ১৫ ক্রিকেটার ৫ কোটি রুপি করে পাচ্ছেন। সেই তালিকায় রোহিত শর্মাদের সঙ্গে স্যাঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চাহালও আছেন।

প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও ৫ কোটি রুপি পাচ্ছেন। অন্যদিকে কোচিং প্যানেলে থাকা ব্যাটিং কোচ ভিকরাম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলিপ ও বোলিং কোচ পরশ মামরে প্রত্যেকে আড়াই কোটি রুপি করে পাচ্ছেন।

এ ছাড়া দলের ৩ ফিজিও, ৩ থ্রোডাউন বিশেষজ্ঞ, ২ ম্যাসেজম্যান এবং স্টেন্থ ও কন্ডিশন কোচ ২ কোটি রুপি করে পাচ্ছেন। ইতোমধ্যে ক্রিকেটারদের মাঝে এই টাকা তুলে দিয়েছেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD