ব্রিটেনের মন্ত্রিসভার ‘সিটি মিনিস্টার’ হিসেবে নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। ব্লুমবার্গের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও লেবার পার্টির সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।
খবরে বলা হয়, সিটি মিনিস্টার হিসেবে তিনি আর্থিক সেবা খাতের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন।
গত বৃহস্পতিবারের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাজ্যে সরকার গঠন করে লেবার পার্টি, যার মধ্য দিয়ে ১৪ বছরের টোরি শাসনের অবসান হয়েছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার নেতা কিয়ার স্টারমার, যিনি ইতোমধ্যে তার মন্ত্রিসভা ঘোষণা করেছেন।
৪১ বছর বয়সী টিউলিপ লেবার পার্টির হয়ে আথির্ক সেবা খাতে দলীয় নীতি প্রণয়নে যুক্ত আছেন ২০২১ সাল থেকে। গত মে মাসে তিনি ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন, বাজার প্রতিযোগিতা ও প্রবৃদ্ধির পথ প্রশস্ত করতে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজ করতে চায় লেবার পার্টি।
টিউলিপ সিদ্দিক আগের কনজারভেটিভ সরকারের অধীনে এইচএসবিসির সাবেক ব্যাংকার বিম আফোলামির স্থলাভিষিক্ত হবেন।