চলমান কোপা আমেরিকার পুরোটা জুড়ে নিজের ছায়া হয়েই ছিলেন লিওনেল মেসি। অবশেষে খোলস ভেঙে ফিরলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। মেসির অভিজ্ঞতার তেজ এবং তারুণ্যের মিশেলে কানাডাকে রীতিমত উড়িয়ে দিয়ে কোপার ফাইনাল নিশ্চিত করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বুধবার (১০ জুলাই) লাস ভেগাসের মেটলাইফ স্টেডিয়ামে কানাডাকে ২-০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার ম্যাচে গোল করেছেন মেসি ও আলভারেজ। চলতি আসরে দুজনেরই এটি প্রথম গোল।
ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে ম্যাচের শুরুর দিকেই জোড়া সুযোগ পেয়েছিল কানাডা। তবে কোনটিই লুফে নিতে পারেননি কানাডিয়ানরা। ম্যাচের চতুর্থ মিনিটেই সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা। সপ্তম মিনিটে ফের সুযোগ পেয়েছিল তারা। তবে ভুল শটে সুযোগ হারায় কানাডিয়ানরা।