1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট, ডিবি কার্যালয়ে মারজুক রাসেল

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ও সরকার নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা এবং সরকারবিরোধী নানা পোস্ট শেয়ার করা হচ্ছে জনপ্রিয় গীতিকার ও অভিনেতা মারজুক রাসেল নামের একটি ফেসবুক পেজ থেকে। যা দ্রুতই ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়।

সাধারণ মানুষের ধারণা মারজুক রাসেলই এমনটি করছেন। কিন্তু সোশ্যালে ভাইরাল হওয়া সেই পেজটি মারজুক রাসেলের নয়। তার নাম আর ছবি ব্যবহার করে কেউ এমনটা করছেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে আজ রবিবার রাজধানীর ডিবি কার্যালয়ে যান অভিনেতা মারজুকর রাসেল। এ সময় উপস্থিত সংবাদকর্মীদের তিনি বলেন, ‘আমার নাম ও ছবি বেশ কয়েকদিন ধরে উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবন-যাপনের ধরণ সম্পর্কে যারা ডিটেইলে জানেন তারা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD