1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে মঙ্গলবার শোক

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জুলাই, ২০২৪

 

কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) শোক পালন করা হবে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এতথ্য জানা গেছে।

গত ১ জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনে নামে শিক্ষার্থীরা। একপর্যায়ে দেশব্যাপী সহিংসতা হতে দেখা যায়। যদিও শিক্ষার্থীরা বলেছেন, তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, কোনো সহিংসতায় তারা জড়িত নন। যদিও এরইমধ্যে এসব সহিংসতায় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ১৪৭ জনের মৃত্যু হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এরপর আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD