1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফ্লপের তকমা মাথায় নিয়ে টলিউডে বুবলী

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কয়েকটি সিনেমায় অভিনয় করেন। শাকিব খানের গণ্ডির বাইরে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেননি এই নায়িকা। অন্য নায়কের বিপরীতে বুবলীর সিনেমা জনপ্রিয় হয়নি। এ কারণে ‘ফ্লপ’ তকমা পাওয়ায় সম্প্রতি দুটি সিনেমা থেকে বাদ দেয়া হয় বুবলিকে। সব কিছু ছাপিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছেন এই নায়িকা। তবে এবার দেশের নায়ক নয়, ওপার বাংলার নায়কের হাত ধরে আসছেন তিনি।

 

জানা গেছে, আসছে দুর্গাপূজায় ‘ফ্ল্যাশব্যাক’ শিরোনামের একটি সিনেমা দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে যাচ্ছে বুবলীর। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা রাশেদ রাহা। তিনি জানান, সিনেমাটিতে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন টালিউডের তারকা নির্মাতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস।

রাশেদ রাহা বলেন, ‘সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ কলকাতায় শেষের দিকে, কয়েকদিনের মধ্যে গণমাধ্যমে মুক্তির তারিখ জানাব। কাজ আর একটু গুছিয়ে নিই। দুর্গাপূজায় দুই বাংলায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। সেভাবে কাজ চলছে। যদি কোনো কারণে দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি দিতে না পারি, তাহলে পূজার দুই সপ্তাহ পর মুক্তি দেব। অর্থাৎ পূজার আমেজ থাকতে থাকতেই মুক্তি দিতে চাই ফ্ল্যাশব্যাক।’

 

সাইকোলজিক্যাল থ্রিলার তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। তবে বুবলী ছাড়া দেশের আর কোন তারকা অভিনয় করেছেন কিনা এখনই খোলাসা করতে চান না নির্মাতা। বিষয়টি নিয়ে জানতে চাইলে বুবলীও একই পথে হাঁটেন। তিনি জানান, মুক্তির আগে ধীরে ধীরে সবকিছু খোলাসা করা হবে। সিনেমার বাকি বিষয়গুলো আপাতত চমক হিসেবেই রাখতে চাইছেন তারা।

তবে জানা গেছে, বুবলী, কৌশিক এবং সৌরভের চরিত্রগুলোর নাম যথাক্রমে শ্বেতা, ডিকে ও অঞ্জন। এরইমধ্যে তাদের ফার্স্টলুক প্রকাশিত হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD