ব্রাজিলের স্কুলে এক বন্দুকধারীর গুলিতে আহত ৯ জন এবং নিহতের সংখ্যা ৩
ব্রাজিলের দক্ষিণ পূর্বান্চলীয় রাজ্য এসপিরিতো সান্তোর অ্যারাক্রুজ শহরে নৃশংস ঘটনাবহুল কান্ড ঘটে ।
শুক্রবার (২৫ নভেম্বর) বন্দুকধারী প্রথমে একটি স্কুলে কয়েকজন শিক্ষকের উপর হামলা চালায় এতে করে ২ জন নারী নিহত হয় এরপরে, আরেকটি স্কুলে আবারও হামলা চালিয়ে বন্দুক দিয়ে এক কিশোরীকে হত্যা করে এবং আরো ২ জন আহত হয়।
ব্রাজিলের অ্যারাক্রুজ শহরের মেয়র লুইস কার্লোস বলেন, শুক্রবার সকালে বন্দুকধারী দুটি স্কুলে কিছুক্ষন পর পর এই নারকীয় হত্যাযঙ্গ চালায়।
খুনিকে গ্রেফতার করছে ব্রাজিলের দক্ষিণ পূবান্চলীয় পুলিশ, খুনির বয়স ১৬ বছর।