1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

‘দেশের জন্য কী করেছেন?’ বলে ঠিক করেননি সাকিব

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় আলোচিত বিষয় ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একাধিক ক্রিকেটার দেশের শান্তি কামনা করে পোস্ট দিলেও দুই সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা একেবারেই চুপ।

এ সময় যুক্তরাষ্ট্র ও কানাডায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে ব্যস্ত রেখেছেন সাকিব। কিন্তু কানাডায় খেলার মাঠেই এ নিয়ে দর্শকের তোপের মুখে পড়েন সাকিব। আর সে প্রশ্নের পাল্টা জবাব দিতে গিয়ে আরও বড় বিতর্কের জন্ম দিয়েছেন সাবেক অধিনায়ক।

বর্তমানে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। সেখানে বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক বাংলাদেশের এই অলরাউন্ডার।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং বেনকুভার নাইটসের ম্যাচ শেষে গত ২৭ জুলাই গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন ছাত্র আন্দোলন প্রসঙ্গে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সাকিবের ও সেই দর্শকের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

যেখানে সেই ভিডিওতে দেখা যায়, দেশের এই পরিস্থিতিতে সাকিব চুপ কেন জানতে চাওয়া হয়। সরাসরি উত্তর না দিয়ে ক্ষুব্ধ কণ্ঠে গ্যালারিতে থাকা সেই দর্শককে উল্টো প্রশ্ন করেন সাকিব, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

এ সময় সেই দর্শক উত্তর দেন, ‘আমি তো আর এমপি না। আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি।’

এ সময় সাকিব অন্য কোনো উত্তর দেননি। বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ ওই দর্শক ফেসবুক পোস্টে বলেছেন, তিনি ওই সময় বলেছেন, ‘সড়ে দাঁড়ান, নির্লজ্জ।’ এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা তাঁকে সরিয়ে নেন। অবশ্য এ সময় ক্ষুব্ধ সাকিব মাঠে থাকা নিরাপত্তাকর্মীদের ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব কি না সে কথাও জানতে চান।

সাকিবের এমন আচারণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেক সমালোচনা শুরু হয়েছে। আজ এই প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন।

সাকিবের দর্শককে এমন প্রশ্ন (দেশের জন্য আপনি কী করেছেন?’) করতে পারেন কিনা এই প্রসঙ্গে জালাল ইউনুসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কিন্তু ভিডিওটা দেখি নাই, আমার কমেন্ট করা ঠিক হবে না।’

সাংবাদিক দ্বিতীয়বার নির্দিষ্ট করে সাকিব কী বলেছেন সেটা জানিয়ে প্রশ্ন ছুড়ে দিলে জালাল ইউনুস বলেন, ‘না, অবশ্যই ঠিক করে নাই। সবারই কিন্তু সব জায়গায় অবদান আছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD