ইক্রেনের ফাষ্ট লেডি ওলেনা জেলেনস্কা বলেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে, জয় নিশ্চিত করতে আমরা যুদ্ধ চালিয়ে যাব, পিছু হটবার কারন দেখছি না।
সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়ায় সাক্ষাৎকারে এমন কথা বলেন, ইউক্রেনের এই ফাষ্ট লেডি।
তিনি বলেন, রুশক্ষেপনাস্ত্রে বিদুৎ ছাড়া তীব্র শীত আমরা সহ্য কর।। শীত দরজায় কড়া নাড়ছে, সড়কের বাতি গুলো নিভু নিভু করছে, আমাদের বিশাল জ্বালানী কাঠামো ধবংস হয়ে গেছে।
এদিকে, ইক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি বলেন, আমারা যুদ্ধ চালিয়ে যাব এবং জয় আসবে বলে জানান তিনি।