1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

টিভিতে ‘শাবনূর সপ্তাহ’

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
আগামী শনিবার থেকে ৯ আগস্ট পর্যন্ত ‘শাবনূর সপ্তাহ’ পালন করবে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। এ সময় প্রতিদিন দুপুর ২টায় তারা প্রচার করবে শাবনূর অভিনীত একটি সিনেমা। শুরুটা হবে আরিফ মাহমুদের পরিচালনায় ‘খেয়া ঘাটের মাঝি’ দিয়ে। এতে অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস, ববিতাসহ আরও অনেকে।

পরদিন রবিবার থাকছে ওয়াকিল আহমেদের সিনেমা ‘ভুলোনা আমায়’। এতে শানূরের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন বাপ্পি, আমিত হাসানসহ অনেকে। ৫ আগস্ট থাকছে এফ আই মানিকের পরিচালনায় ‘দুই বধূ এক স্বামী’। এতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, মৌসুমী। ৬ আগস্ট থাকছে এফ আই মানিকের ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’। এতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, পূর্ণিমা।

৭ আগস্ট দুপুরে প্রচার হবে আবিদ হাসান বাদলের ‘তুমি শুধু তুমি’। সিনেমাটিতে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, অমিত হাসান। ৮ আগস্ট বৃহস্পতিবার থাকছে নারগিস আক্তারের ‘চার সতীনের ঘর’। এতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, দিতি, শাবনূর, ময়ূরীসহ অনেকে।

শেষদিনের তালিকায় থাকছে শাহ মো: সংগ্রমের পরিচালনায় ‘বলবো কথা বাসর ঘরে’। সিনেমাটিতে অভিনয় করেছেন শাবনূর, শাকিব খান, সাহারা, ওমর সানিসহ অনেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD