দিন যতই যাচ্ছে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে সমানতালে, হাসপাতালে ডেঙ্গু রোগীরা চিকিৎসার জন্যে ছুটছে। গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে। হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২২১ জন (২৫ নভেম্বর শুক্রবার)
সমগ্র দেশে ভর্তি ৯৬৯ জনে দাঁড়িয়েছে। এই বছর মোট ২৪২ জনের প্রান কেড়ে নেয়ছি ডেঙ্গু মশা।
উল্লেখ্য, ২০২১ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয় ২৮ হাজার ৪২৯ জন, মৃত্যু হয় ১০ জনের। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।