স্বাগতিক কাতারের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে সেনেগাল। বিশ্বেকাপে ৬ষ্ঠ দিনে সেনেগালের কাছে ১ – ৩ গোলে ধরাশায়ী হয় স্বাগতিক কাতার।
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ হয়ে গেলে হতাশ হয়ে পড়ে মধ্য প্রাচ্যের দেশ কাতারের জনগন। স্বাগতিকরা নিজ দেশের ফটবল খেলে সুবিধা করতে সম্পূর্ন ব্যর্থ। নিজেরদের দেশের ফুটবল ভক্তদের হতাশা ছাড়া কোন বিজয় উপহার দিতে পারেনি কাতার, ভিনদেশী ফুটবলাররা কাতারে ফুটবল যাদু দেখিয়ে, নানা শারীরিক কসরতে ফুটবলকে রাঙিয়ে ঝলকানি দেখাচ্ছে সেই তুলনায় কাতার নান্দনিক ফুটবল খেলতে সম্পূর্ণ ব্যর্থ। সেনগালের মতো দলকে নিজ দেশে কাবু করতে ব্যর্থ স্বাগতিকরা গত সোমবার গ্রুপে পর্বের আরেক দল ইকুয়েডরের কাছে ০- ২ গোলে হারে কাতার।
২৯ নভেম্বর বিশ্বকাপের গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা