1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

কোটা আন্দোলনে মৃত্যুর মিছিল: জয়া আহসানের আবেগঘন পোস্ট 

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলতে শুরু করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। গত এক সপ্তাহে উত্তপ্ত পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। তবে এই মুহূর্তে আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় যে যার মতো প্রতিবাদ জানাচ্ছেন। তারকাদেরও দেখা যাচ্ছে এই ইস্যুতে প্রতিবাদ জানাতে।

এবার সেই দলে যোগ দিলেন অভিনেত্রী জয়া আহসান।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানান। শুরুতেই জয়া লিখেন, “নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুরঙ্গে ছুঁড়ে দিয়েছে। এত মৃত্যু এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশে বইবে কেমন করে?”

অভিনেত্রী প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, “যে জীবন গেছে তা আর ফিরে আসবেনা। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়। কেমন করে পথ চলবো আমরা। অবিশ্বাস অনাস্থা ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলবো কি আমরা! দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত আমি নিশ্চুপ সপ্তাহধিকাল! কী লিখবো? কী বলবো? কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাত্ব আমরা একাকী পথ হাঁটছি? কি এক অমানিশা আমাদের জীবনে নেমে এলো? কেমন করে পথ চলবো আমরা? কেমন করে?”

নিরীহ শিক্ষার্থীদের মৃত্যুতে সমবেদনা জানিয়ে অভিনেত্রী লেখেন, “প্রাণগুলো চলে গেছে, বিষণ্ণতা রেখে গেছে, এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম!”

দেশে শান্তির প্রত্যাশা করে জয়া লেখেন, “হে ঈশ্বর আলো দাও, সকলের হৃদয়ে। সকল ঘৃণা ক্রোধ ধূয়েমুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা মৃত্যু হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমরা আমাদের মত করে। শান্তি চাই , শান্তি চাই , শান্তি চাই। ”

কোটা আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ড ও নাশকতায় দায়ীদের শাস্তি চেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে সমাবেশ ও মানববন্ধন করেছে দৃশ্যমান শিল্পী সমাজ ও সন্ধ্যায় শাহবাগে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। অন্যদিকে, ‘সকল সহিংসতার বিরুদ্ধে আমরা’- এই স্লোগানে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে হাজির হয়েছিলেন সংস্কৃতি অঙ্গনের বেশ কিছু শিল্পী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD