1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনাদের বর্জন করলাম : ন্যান্সি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে পড়েছিল সারা দেশ। আন্দোলন যখন সহিংসতায় রূপ নেয়, তখন শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলতে শুরু করেন শোবিজ অঙ্গনের তারকারাও। গত এক সপ্তাহে উত্তপ্ত পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। তবে এই মুহূর্তে আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় যে যার মতো প্রতিবাদ জানাচ্ছেন।

তারকাদেরও দেখা যাচ্ছে এই ইস্যুতে প্রতিবাদ জানাতে। এবার সেই দলে যোগ দিলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। 

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ন্যান্সি লিখেছেন, ‘প্রিয় সুশীল গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ভাই ও বোনেরা, আপনারা যারা চিরকাল সুবিধাভোগী; ভাবছেন সব স্বাভাবিক হয়ে এলেই সরল বাংলাদেশের মানুষ আপনাদের বন্দনায় ব্যস্ত হয়ে যাবে? আপনাদের পুনরায় তারকার মুকুট পরিয়ে অর্ঘ্য নিবেদন করবে? ক্ষমতাসীন রাজনৈতিক মহলের সঙ্গে তোলা প্রফাইল পিকচার বদলে কিংবা লোক দেখানো লাল রঙে কাভার ফটো রাঙিয়ে নিজেকে বিপৎসীমার বাইরে রেখেছেন, কিন্তু চলমান পরিস্থিতি নিয়ে টুঁ শব্দটি করেননি! ভবিষ্যতে যার সঙ্গে ছবি দিলে, গুণ-বন্দনার নামে চাটুকারিতা করলে দুটো পয়সা বেশি পাবেন সে ফন্দি-ফিকির করছেন, ধিক্কার আপনাদের।’

তিনি আরো লিখেছেন, ‘বিশ্বাস করেন, আপনাদের মধ্যে শিল্পের বিন্দুমাত্র অবশিষ্ট নেই।

বরং আপনাদের দেখলে ধান্দাবাজ মনে হয়। অতীতের মতো সত্যি কথা বলার অপরাধে যদি আমি বেয়াদব বা অসহনশীল খেতাব পাই, তাতে আমি অখুশি নই। আপনাদের কীর্তি শুধু আমি নই, সারা বাংলাদেশের মানুষ দেখেছে ও দেখছে। সুযোগ বুঝে ভোল পাল্টে বীর সাজবেন, সে আশায় গুঁড়ে বালি।
 

কাজের সম্পর্ক ছিন্ন করার কথা উল্লেখ করে ন্যান্সি লিখেছেন, ‘আপনাদের সঙ্গে কাজের সূত্রে যে সম্পর্ক ছিল সেটা আমি ছিন্ন করলাম। আপনাদের বর্জন করলাম। জানি তাতে আপনাদের কিছু আসে যায় না। তাতে কী! আমি তো আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারব, আমার ওতেই চলবে।’

কোটা আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ড ও নাশকতায় দায়ীদের শাস্তি‌ চেয়ে গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর ফার্মগেটে সমাবেশ ও মানববন্ধন করেছে দৃশ্যমান শিল্পী সমাজ ও সন্ধ্যায় শাহবাগে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

অন্যদিকে, ‘সকল সহিংসতার বিরুদ্ধে আমরা’- এই স্লোগানে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে হাজির হয়েছিলেন সংস্কৃতি অঙ্গনের বেশ কিছু শিল্পী। সামাজিক মাধ্যমেও আওয়াজ তুলছেন অনেক তারকা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD