1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

টাই হলো ভারত-শ্রীলঙ্কার রোমাঞ্চকর লড়াই

  • প্রকাশিতঃ শনিবার, ৩ আগস্ট, ২০২৪

 

নাটকীয় টাই হয়েছে কলম্বোর প্রথম ওয়ানডেতে। দুই হাফসেঞ্চুরিতে শ্রীলঙ্কার ৫০ ওভারে ৮ উইকেটে গড়া ২৩০ রান তাড়া করে ভারত ৪৭.৫ ওভারে অলআউট হয়েছে ঠিক ২৩০ রানে।
রান তাড়ায় ভারতকে ভালো শুরু এনে দিয়েছিলেন রোহিত শর্মা এবং শুভমান গিল। উদ্বোধনী জুটিতে ১২.৪ ওভারে তাঁরা যোগ করেছিলেন ৭৫ রান।
কিন্তু ৫ রানের ব্যবধানে এ দুজনকেই ফিরিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান দুনি ভেল্লালাগে।  ৩৫ বলে ১৬ রান করেন শুভমান। আর ৩টি ছক্কা এবং ৭টি চারে ৪৭ বলে ৫৮ রানের ঝোড়ো হাফসেঞ্চুরি করেন অধিনায়ক রোহিত শর্মা। খানিকটা পরে ধনঞ্জয়া ডি সিলভা এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ওয়াশিংটন সুন্দরকে।

বিরাট কোহলি ও শ্রেয়াশ আয়ারের ব্যাটে এক শ পেরোয় ভারতের স্কোর। কিন্তু উইকেটে থিতু হয়ে ফিরে আসেন তাঁর দুজনই। বিরাট কোহলিকে ওয়ানিন্দু হাসারাঙা এলবির ফাঁদে ফেলার ২ রান পর আশিথা ফার্নান্দোর শিকার হোন শ্রেয়াশ আয়ার। ১৩২ রানে পঞ্চম উইকেট হারায় ভারত।
লোকেশ রাহুল এবং অক্ষর প্যাটেলের হাফসেঞ্চুরির জুটিতে তবু জয়ের পথে হাঁটছিল সফরকারীরা। ৩১ রান করা রাহুলকে ফিরিয়ে জুটিটা ভাঙেন হাসারাঙা। ৭ রান পর আশালঙ্কা ফেরান প্যাটেলকে (৩৩ রান)। ১৯৭ রানে সপ্তম উইকেট হারায় ভারত। এরপর কুলদীপ যাদবও ২ রানে ফেরেন।
তবে শিভাম দুবের ব্যাটে মনে হচ্ছিল জয় নিয়েই মাঠ ছাড়বে রোহিত শর্মার দল। কিন্তু ৪৮ তম ওভারে আশালঙ্কা পরপর দুই বলে দুবে (২৫ রান) এবং আর্শদিপ সিংকে আউট করলে শ্রীলঙ্কার সমান স্কোরে অল আউট হয়ে যায় ভারত।

প্রথমে ব্যাট করে দুনিথ ভেল্লাগে এবং পাথুম নিশাঙ্কার হাফসেঞ্চুরিতে ২৩০ রানের মাঝারি স্কোর গড়ে শ্রীলঙ্কা। ২টি ছক্কা এবং ৭টি চারে ৬৫ ৬৭ রান করেন ভেল্লাগে, আর ৭৫ বলে ৫৬ রান আসে নিশাঙ্কার ব্যাট থেকে। ভারতের হয়ে আর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল নিয়েছেন দুটি করে উইকেট। ১টি করে শিকার মোহাম্মদ সিরাজ, শিভাম দুবে, কুলদীপ যাদবের শিকার ১টি করে। কম রান নিয়েও অবশ্য ম্যাচটা হারেনি লঙ্কানরা। বোলারদের কৃতিত্বে নাটকীয় টাই হয় শ্রীলঙ্কা-ভারতের প্রথম ওয়ানডে। ক্রিকইনফো

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD