গতকাল শুক্রবার বিকেলে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে সংহতি জানাতে এ মিছিল ও সমাবেশ করেন তারা। এ দিন বিকেল ৫টার দিকে মিছিলটি বের হয়ে মিরপুর ডিওএইচএসের পুরো এলাকা প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় বাসিন্দারা মিছিলে যোগ দেন।
এদিকে গণমিছিলে চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক মানুষের হত্যার বিচার চেয়ে স্লোগান দেওয়া হয়। মিছিলে অংশ নেওয়াদের ব্যানারে লেখা ছিল, চলমান পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, জেসিও ও অন্যান্য সকল পদবির আহ্বান।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া সহিংসতা ও সংঘর্ষে হত্যা এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভে শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জড়ো হয়ে মিছিল ও সমাবেশ করছেন মানুষ।