পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কয়েকশ’ শিক্ষার্থী বিক্ষোভ করছেন। অন্যদিকে জহুরুল ইসমাল সিটি গেটের সামনে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষক, অভিভাবক ও মুক্তিযোদ্ধা সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।
এসময় তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড তুলে ধরেছেন। ‘কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’, ‘আর দিব না করতে আঘাত শক্ত কার প্রজার হাত’, ‘গণহত্যার বিচার কর, নাইলে গদি খালি কর’ এবং ‘লাশের মধ্যে জীবন দে, নাইলে গদি ছেড়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমি কে তুমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার’। বিক্ষোভে শিক্ষার্থীদের মাথায় লাল কাপড় বাঁধা দেখতে পাওয়া যায়।
বিক্ষোভ কর্মসূচিতে ইম্পেরিয়াল কলেজ, ব্রাক ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি, আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশ নেয়।
বাড্ডা থানার ওসি আব্দুল সালাম সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে কোন নাশকতাকারী ঢুকে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্যই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে অবস্থান নেওয়া। তারা যাতে নাশকতায় জড়িয়ে না পড়ে সেজন্য এ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।