জাতীয় পুরুস্কার প্রাপ্ত নায়ক সাইমন সাদিক ও বর্তমান সময়ের সুপার হিট নায়িকা শবনম বুবলির নতুন মুভি মায়া দ্য লাভ ছবির শূটিং চলছে উত্তরায়। জসিম জাকিরের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় অবলম্বনে মায়া দ্য লাভ ছবির শূটিং চলছে রাজধানীর উত্তরায়।
এই ছবিতে সাইমন অভিনয় করছেন আরিফ চরিত্রে এবং শবনম বুবলীকে দেখা যাবে মাধু চরিত্রে।
শবনম বুবলী বলেন, ছবিটির কাহিনী চমকপ্রদ তাছাড়া, পরিচালক জসিম জাকির ছবি হিট করার জন্যে যা যা দরকার তা করছে এক কথায় পরিচালক শ্রম দিয়ে যাচ্ছে।
আগামী ১০ তারিখ পর্যন্ত ব্যস্ত থাকবেন সাইমন সাদিক, বুবলী বলেন, সাইমন ভাইয়ের সাথে অভিনয় করে ভালো লাগছে, সাইমন সাদিক সহযোগিতা পরায়ন।