এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে মুন্সিগঞ্জ। এদিন বেলা ১১টার দিকে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ আন্দোলনকারী নিহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসাপাতালের তত্বাবধায়ক আবু হেনা জামাল।
আজ রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এখন পর্যন্ত অন্তত ১০ জন গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, এদিন শহরের সুপার মার্কেট এলাকায় বিক্ষোভের কর্মসূচি পালনের ডাক দেয় শিক্ষার্থীরা। আর আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে একই চত্ত্বরে অবস্থান নেয় দলীয় কর্মীরা।
বেলা ১০টার দিকে কৃষিব্যাংক চত্ত্বর থেকে শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা মিছিল বের করলে ধাওয়া দেয় আওয়ামী লীগ দলীয় কর্মীরা। পরে শিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে শুরু হয় সংঘাত। এসময় ককটেল বিস্ফোরণ ও গুলি চালানোর ঘটনা ঘটলে কৃষিব্যাংক চত্ত্বরসহ পুরো সুপারমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণিত হয়। চলতে থাকে দুইপক্ষের ধাওয়া পাল্টাধাওয়া। এসময় টিয়ারশেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করলেও উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিত। বিক্ষোভকালে সড়কে টায়ার ও আগুন জ্বালাতে দেখা গেছে।