ছাত্র-জনতার আন্দোলনের জেরে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এ অবস্থায় জাতীয় সংসদ ভেঙে দিয়ে দ্রুততম সময়ের মধ্যে অন্তবর্তীকালীন সরকার গঠন করার সিদ্ধান্ত হয়েছ
সোমবার ৫ আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।
এর আগে জাতির উদ্দেশে দেওয়া এক বক্তব্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করবে। সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। আমরা দেশে শান্তি ফিরিয়ে আনব। আমাদের সহযোগিতা করুন।
জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন।