1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১১ই রমজান, ১৪৪৬ হিজরি

বানরের কারণে শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিভ্রাট

  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  যদিও এক অদ্ভুত কাণ্ড ঘটেছে শ্রীলঙ্কায়। দেশটির বিদ্যুৎ গ্রিডে এক বানরের অনুপ্রবেশে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে গোটা দেশে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে সাড়ে এগারোটার দিকে শুরু হওয়া এই গোলযোগ প্রায় তিন ঘণ্টা পরও পুরোপুরি সমাধান হয়নি।এদিকে দেশটির জ্বালানিমন্ত্রী কুমারা জায়াকোডি সাংবাদিকদের জানিয়েছেন, দক্ষিণ কলম্বোর এক শহরতলির একটি গ্রিডে এই সমস্যার সূত্রপাত হয়। একটি বানর গ্রিড ট্রান্সফর্মারের সংস্পর্শে এলে পুরো ব্যবস্থাই ভারসাম্যহীন হয়ে পড়ে।

যদিও এমন অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে কতক্ষণ লাগবে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। দেশটির জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, যতদ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন প্রকৌশলীরা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD