গতকাল মঙ্গলবার ওই পোস্টে ফরিদা আখতার লিখেছেন, ‘জুলাই-আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়।’ তার পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টে বিভিন্ন মন্তব্য আসতে শুরু করলে এক পর্যায়ে কমেন্ট অপশন বন্ধ করে দেন এই উপদেষ্টা।
তবে পোস্টটি ব্যক্তিগত আহ্বান বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এটি সরকারি কোনো নির্দেশনা নয়। ফরিদা আখতার দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘এটা ছিল আমার একটা আহ্বান। একটা শহীদ পরিবারের পক্ষ থেকে এই অনুরোধ আমাকে করা হয়েছিল এবং এটা আমি ফিল করি।’
ভ্যালেন্টাইন দিবস আমাদের দেশের সংস্কৃতি নয় জানিয়ে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এটা আমি স্ট্রংলি ফিল করি, এটা আমাদের সংস্কৃতি নয়। এই দিনে অনেক কিছু অতিরিক্ত হয়। যেন তামাশা আকারে না করা হয়, তাই আমি আহ্বান জানিয়েছি। আমরা ফাল্গুন পালন করব, একুশে ফেব্রুয়ারি পালন করব। কিন্তু এ বছরটা যেহেতু একটা বিশেষ পরিস্থিতি এবং সে পরিস্থিতি আনন্দের নয়; এতগুলো শহীদ ও আহত মানুষের কথা আমরা কোনোক্ষণেই ভুলতে পারি না’