অভিযুক্ত ইমাম হাসানকে (২০) এলাকাবাসী পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। ইমাম হাসানের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে। সীমার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর এলাকায়।
অভিযুক্ত ইমাম হাসানকে (২০) এলাকাবাসী পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। ইমাম হাসানের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে। সীমার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর এলাকায়।
স্থানীয়রা জানান, ইমাম আমবাগিচা বৌ বাজার এলাকায় ভাড়া থাকেন। আর সীমা আগানগর ছোট মসজিদ এলাকায় ভাড়া থাকেন। পরকীয়া সম্পর্কের জের ধরে আজ সন্ধ্যায় সীমা ইমামের ভাড়া বাড়িতে দেখা করতে আসেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সীমাতে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে মিটফোর্ড হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের স্বামী আক্তার হোসেন ঘটনাটি ছিনতাই বলে চালানোর চেষ্টা করেন। তিনি বলেন, আমার স্ত্রী সিমা আমার মেয়েকে নিয়ে কোচিং থেকে আমবাগিচা বাড়িতে ফেরার সময় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা আমার স্ত্রীর কানের দুল ও তার সাথে থাকা নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।