যদিও সংসার জীবনের তিন দশক কেটে গেছে ওমর সানী-মৌসুমীর। বছর ঘুরে ফিরে এসেছে গাঁটছড়া বাঁধার দিন। সামাজিক মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন এ অভিনেতা।
নিজের ফেসবুকে লিখেছেন, কিভাবে কেটে গেল ৩০ বছর টের পেলাম না, আমার ভালো লাগাটা একই জায়গায় আছে।
এদিকে অনেক দিন হলো যুক্তরাষ্ট্রে মৌসুমী। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ দেশের সময়ের হেরফের আছে বেশ। বিষয়টি বোঝা গেছে নায়কের কথায়। তিনি লিখেছেন, দেরি হলো কারণ আমার হোম মিনিস্টার আমেরিকার টাইমে আমাকে উইশ করলেন তার জন্য ওয়েট করলাম।
১৯৯৫ সালে চার হাত এক হয় সানি-মৌসুমী। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। ‘দোলা’ নামের একটি সিনেমায় কাজ করতে গিয়ে মৌসুমীর প্রতি টান অনুভব করেন সানি। পরে বন্ধুত্বের শুরু, যা গড়ায় প্রণয়ে।
পর্দায় জুটি বেঁধে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন সানি-মৌসুমী। বাস্তব জীবনেও সফল এ তারকা দম্পতি। এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে সুখের সংসার তাদের।