1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১২ই রমজান, ১৪৪৬ হিজরি

ঈদে আসছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

এবার ঈদের সিনেমায় যুক্ত হচ্ছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ’। সিনেমা উঠে এসেছে করোনা পরবর্তী সময় জীবনকে উপভোগের বিষয়টি। এটিকে একটি ট্র্যাভেল স্টোরিও বলা যায়। কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এগিয়ে সিনেমার গল্প।

 

নির্মাতা নাসিম সাহনিক জানান, প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সিনেমাটি আনকাট সার্টিফিকেট পেয়েছে।

আম্মাজান ফিল্মস’র প্রযোজনায় ‘ব্যাচেলর ইন ট্রিপ’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, শান্তা পল, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক প্রমুখ।

নাসিম সাহনিক বলেন, ‘আমার সিনেমার গল্পই হচ্ছে প্রধান শক্তি। আর এ কারণেই ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এত সিনেমার ভিড়ে আমার “ব্যাচেলর ইন ট্রিপ”ও মুক্তির পরিকল্পনা করেছি। সিনেমার প্রতিটি শিল্পী নিজ নিজ অবস্থান থেকে সেরাটা দেওয়া চেষ্টা করেছেন। গল্প ও তাদের অভিনয়- দুটো মিলেই কিন্তু আমার শক্তির জায়গাটা তৈরি হয়েছে। তাই আমি আশাবাদী এটি দেখতে দর্শকরা হলে যাবেন। বাকিটা সিনেমা মুক্তির পর বোঝা যাবে।’

তিনি আরও বলেন, ‘কয়েকদিনের মধ্যেই আমরা এটি নিয়ে প্রচারণায় নামব। আর প্রচারণা নিয়েও আমাদের বড় পরিকল্পনা আছে। দর্শকদের বলতে চাই- শুধু আমার সিনেমাই নয়, সবার সিনেমা দেখতে হলে আসুন। কারণ একজন পরিচালক অনেক কষ্ট করে তার সিনেমাটি অনেক কষ্ট করে নির্মাণ করেন।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD