1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১১ই রমজান, ১৪৪৬ হিজরি

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেয়ায় এডমিনকে গুলি করে হত্যা

  • প্রকাশিতঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫
যদিও ঘটনাটি পাকিস্তানের পেশোয়ারের। সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেয়ার অভিযোগে এডমিনকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। খবর জিও নিউজের।খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে বৃহস্পতিবার বিকালে মুশতাক আহমেদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই অঞ্চলটি আফগান সীমান্তে অবস্থিত। এখানে রক্তক্ষয়ী সংঘর্ষের ইতিহাস রয়েছে।

এ ঘটনায় আসফাক নামে এক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে মুফতাকের ভাই এএফপিকে জানায়, তর্কের জের ধরে তার ভাই আসফাককে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেয়।

এ ঘটনার জেরে এক পর্যায়ে দুই পক্ষ মিলে যাওয়ার জন্য একত্রিত হয়েছিল। কিন্তু ওইদিন আসফাক ওপেন ফায়ার করে আসফাককে মেরে ফেলে। কেন তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ হয়ে হয়েছে এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন আসফাক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD