যদিও বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানে সালমান আলী আগার দলের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ খেলছে তানজিদ হাসান তামিম–লিটন কুমার দাসরা। আজ (রবিবার) সিরিজের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে দুই দল।
তবে এক মাস বাদেই বাংলাদেশে আসবে পাকিস্তান দল। আগে থেকেই নির্ধারিত করা ছিল সফরটি। এখন জানা গেল সম্ভাব্য সূচি। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবর, বিসিবি নাকি প্রাথমিক সূচি তৈরী করে পিসিবি বরাবর পাঠিয়েছে।
সম্ভাব্য সূচি অনুযায়ী, ২০ জুলাই সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২২ জুলাই দ্বিতীয় টি–টোয়েন্টিতে একে অপরের মুখোমুখি হবে দুই দল। ২৪ জুলাই হবে সিরিজের শেষ ম্যাচ। প্রতিটি ম্যাচই হবে মিরপুর শের–ই বাংলা স্টেডিয়ামে।
তার আগে ১৮ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান জাতীয় দল। সাইম আইয়ুব–ফখর জামানদের বিপক্ষে ঘরের মাটিতে টি–টোয়েন্টি সিরিজ খেলার আগে শ্রীলঙ্কায় থাকবে লিটনরা। সেখানে লঙ্কানদের বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে খেলার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগাররা।