এরই মধ্যে আবারও শিরোনামে নেইমার—তবে ইতিবাচক কারণে নয়। ব্রাজিলিয়ান লিগের ১১তম ম্যাচডেতে অদ্ভুত এক ঘটনার শিকার হয়ে দেখতে হয়েছে লালকার্ড। ম্যাচের ৭৬তম মিনিটে হাত দিয়ে গোল করার চেষ্টা করেন তিনি, যার ফলেই সরাসরি লালকার্ড দেখান রেফারি। নেইমারের এই কাণ্ড শেষ পর্যন্ত দুর্ভাগ্য ডেকে আনে সান্তোসের জন্যও। বোটাফোগোর বিপক্ষে ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে দলটি।
মার্চের পর এই ম্যাচেই প্রথমবারের মতো সান্তোসের শুরুর একাদশে ছিলেন নেইমার। এর আগে কয়েকটি ম্যাচে নামেন বদলি খেলোয়াড় হিসেবে। বোটাফোগোর বিপক্ষে ম্যাচটি ছিল তার জন্য বিশেষ কিছু, কিন্তু দিনটা শেষ হলো হতাশা আর লালকার্ড নিয়েই।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে হাত দিয়ে গোল করে দেখেছেন দ্বিতীয় হলুদ কার্ড। সেটাই পরিণত হয় লাল কার্ডে। গনজালো এস্কোবারের পাস ছিল বক্সের দিকে। বোটাফোগোর গোলরক্ষক ভিক্টর সেটা ঠেকিয়ে দেন। রিবাউন্ডে আসা বলটাকে এরপর হাত দিয়েই জালের দিকে ঠেলে দেন নেইমার।