1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হাত দিয়ে গোল নেইমারের, রেফারি দেখালেন লাল কার্ড

  • প্রকাশিতঃ সোমবার, ২ জুন, ২০২৫
দীর্ঘ ইনজুরি কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরেছেন নেইমার, তবে সেলেসাওদের জার্সিতে তার প্রত্যাবর্তনের অপেক্ষা এখনও শেষ হয়নি। ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি চান, নেইমার পুরোপুরি ফিট হয়ে তবেই জাতীয় দলে ফিরুক। তাই জাতীয় দলে এই তারকা প্লেমেকারের ফেরা আপাতত স্থগিতই থাকছে, যদিও মাঠে ফেরার লড়াই থামাননি নেইমার।

এরই মধ্যে আবারও শিরোনামে নেইমার—তবে ইতিবাচক কারণে নয়। ব্রাজিলিয়ান লিগের ১১তম ম্যাচডেতে অদ্ভুত এক ঘটনার শিকার হয়ে দেখতে হয়েছে লালকার্ড। ম্যাচের ৭৬তম মিনিটে হাত দিয়ে গোল করার চেষ্টা করেন তিনি, যার ফলেই সরাসরি লালকার্ড দেখান রেফারি। নেইমারের এই কাণ্ড শেষ পর্যন্ত দুর্ভাগ্য ডেকে আনে সান্তোসের জন্যও। বোটাফোগোর বিপক্ষে ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে দলটি।

মার্চের পর এই ম্যাচেই প্রথমবারের মতো সান্তোসের শুরুর একাদশে ছিলেন নেইমার। এর আগে কয়েকটি ম্যাচে নামেন বদলি খেলোয়াড় হিসেবে। বোটাফোগোর বিপক্ষে ম্যাচটি ছিল তার জন্য বিশেষ কিছু, কিন্তু দিনটা শেষ হলো হতাশা আর লালকার্ড নিয়েই।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে হাত দিয়ে গোল করে দেখেছেন দ্বিতীয় হলুদ কার্ড। সেটাই পরিণত হয় লাল কার্ডে। গনজালো এস্কোবারের পাস ছিল বক্সের দিকে। বোটাফোগোর গোলরক্ষক ভিক্টর সেটা ঠেকিয়ে দেন। রিবাউন্ডে আসা বলটাকে এরপর হাত দিয়েই জালের দিকে ঠেলে দেন নেইমার।

ইচ্ছেকৃত হ্যান্ডবলের কারণে দেখতে হয় দ্বিতীয় হলুদ কার্ড। নিয়ম অনুসারে সেটা লালকার্ডই বটে। দশজনের সান্তোস এরপর ম্যাচে খাবি খেয়েছে বোটাফোগোর সামনে। ৮৬ মিনিটে আর্তুর গিমারেস গোল করে ম্যাচটাই জিতিয়ে দেন বোটাফোগোকে।

এই হারের পর আরও নিচে নেমে গেছে সান্তোস। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে তারা এখন ব্রাজিলিয়ান লিগের রেলিগেশন জোনে। অন্যদিকে, ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে অবস্থান করছে বোটাফোগো। লিগের শীর্ষে রয়েছে আরেক ঐতিহ্যবাহী ক্লাব ফ্ল্যামেঙ্গো, যারা ১১ ম্যাচে সংগ্রহ করেছে ২৪ পয়েন্ট।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD