1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চিকিৎসা না পেয়ে চলন্ত ট্রেনেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

  • প্রকাশিতঃ শনিবার, ৭ জুন, ২০২৫

এবার ভারতে চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছেন হুইলচেয়ার ক্রিকেট দলের এক সদস্য। নিহত ক্রিকেটারের নাম বিক্রম সিং (৩৮)। তিনি প্রতিবন্ধী ক্রিকেটার হিসেবে দিল্লি থেকে গোয়ালিয়রগামী ছত্তীসগঢ় এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছিলেন একটি প্রতিযোগিতায় অংশ নিতে। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন বিক্রম। সঙ্গে থাকা সতীর্থরা তাৎক্ষণিকভাবে রেলের হেল্পলাইন নম্বরে বারবার ফোন করলেও সময়মতো কোনও চিকিৎসা বা সাহায্য মেলেনি।

গন্তব্য ছিল গোয়ালিয়র, যেখানে আয়োজিত হচ্ছিল একটি প্রতিবন্ধী ক্রিকেট প্রতিযোগিতা। কিন্তু তার আগেই, শুক্রবার (৬ জুন) সকালে মথুরা স্টেশনে পৌঁছনোর আগেই ট্রেনেই মারা যান তিনি।

বিক্রমের সতীর্থরা জানিয়েছেন, তারা একাধিকবার রেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন একজন যাত্রী অসুস্থ এবং জরুরি চিকিৎসার প্রয়োজন। কিন্তু কোনও ডাক্তার বা মেডিকেল সহায়তা তখন আসেনি।

এ ঘটনা ভারতের রেল ব্যবস্থার জরুরি স্বাস্থ্যসেবার ব্যর্থতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে এমন একজন খেলোয়াড়, যিনি প্রতিবন্ধী হয়েও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, তার প্রতি অবহেলা অনেককেই নাড়া দিয়েছে।

বিক্রম সিংয়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের হুইলচেয়ার ক্রিকেট কমিউনিটির সদস্যরা। দ্রুত তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে রেলে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করার দাবি উঠেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD