1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১২ই রমজান, ১৪৪৬ হিজরি

এবারের বিপিএলে যত কীর্তি

  • প্রকাশিতঃ শনিবার, ২ মার্চ, ২০২৪

শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের দশম আসর। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। চলুন দেখে নেওয়া যাক এবারের আসরের সর্বোচ্চ রান, উইকেট ও ছক্কায় কারা সেরা।

বরিশালকে প্রথমবার বিপিএলের শিরোপা জেতানো তামিম ইকবাল এবার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। তামিম ১৫ ম্যাচে ১২৭.১৩ স্ট্রাইক রেটে রান করেছেন ৪৯২। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬২ রান করেছেন কুমিল্লাহ তৌহিদ হৃদয়। এরপর যথাক্রমে আছেন লিটন দাস ৩৯১, তানজিদ তামিম ৩৮৪ ও মুশফিকুর রহিম ৩৭৯।

টুর্নামেন্টে সর্বোচ্চ ছক্কা তৌহিদ হৃদয়ের। ১৪ ম্যাচে ২৪টি ছয় মেরেছেন তিনি। এছাড়া, তানজিদ তামিম ২০টি, তামিম ইকবাল ১৮টি, কাইল মায়ার্স ১৮টি আর লিটন দাস ও অ্যালেক্স রস ১৭টি করে ছয় মেরেছেন।

সবচেয়ে বেশি ৫৪টি চার মেরেছেন তামিম ইকবাল। এরপর লিটন দাস ৪০টি, তৌহিদ হৃদয় ৩৭টি, তানজিদ তামিম ৩২টি ও মুশফিকুর রহিম ৩০টি চার মেরেছেন।

এবারের টুর্নমেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি শরীফুল ইসলাম। ১২ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। ১৩ ম্যাচে সাকিব আল হাসানের উইকেট ১৭টি। এরপর শেখ মেহেদি ১৬টি, মো. সাইফুদ্দিন ও বিলাল খান ১৫টি করে উইকেট নিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD