সুইজারল্যান্ডকে বিধস্ত করে ০ -১ গোলে ডি গ্রুপের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করলো নেইমার – দিয়োগা সিলভারা।
খেলার ৭০ শতাংশ বল ব্রাজিলের পায়ে ছিল এবং ৩০ শতাংশ বল ছিল সুইজারল্যান্ডের দখলে।
খেলার প্রথময়াার্ধে দু দলের হাড্ডাহাড্ডি লড়াই হলও কোন দল গোলমুখ ভাঙ্গতে পারেনি। দুদল গোল ০ – ০ গোলে বিরতিতে যায় ।
বিরতির পর দুদলের খেলোয়াড়রা দুর্দান্ত খেলা খেলতে থাকে। আক্রমন এবং পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে দুদলের খেলোয়াড়েরা নিস্পান ফুলবল খেলে।
ম্যাচের ৮৩ মিনিটে গোল করে ম্যাচে ০ – ১ গোলে ব্রাজিল এগিয়ে যায়। শেষ পর্যন্ত সুইজারল্যান্ড প্রানপন লড়াই করেও ব্রাজিলের কাছে অসহায় আত্মসমর্পন করে।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো লাতিন আমেরিকার দেশ ব্রাজিল