লম্বা বিরতি দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে বর্তমানে পাকিস্তান রয়েছেন নাজমুল হোসেন শান্তরা।
আগামীকাল বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হবে এ ম্যাচ। বাংলাদেশের দুটি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে দুই দলের এ সিরিজ। টি স্পোর্টস এবং গাজী টিভি (জিটিভি) সরাসরি সম্প্রচার করবে সিরিজের দুই ম্যাচ।
প্রথম ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে একাদশ ঘোষণা করেছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। শান মাসুদের অধিনায়কত্বে একাদশের অন্য সদস্যরা হলেন- আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররাম শেহজাদ
এদিকে প্রথম টেস্টে খেলা হচ্ছে না ওপেনার মাহমুদুল হাসান জয় ও পেসার তাসকিন আহমেদের। দ্বিতীয় টেস্টে তাসকিন ফিরলেও, জয়ের সম্ভাবনা নেই আগেেই জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে হবে দুই দলের প্রথম টেস্ট। এরপর ৩০ আগস্ট একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। যদিও পূর্বের সূচিতে করাচিতে হওয়ার কথা ছিল এ ম্যাচটি।