আসন্ন ভারত সফরে দেখা যেতে পারে তামিমকে। তবে সেটা ক্রিকেটার হিসেবে নয়।
জানা গেছে, তামিম ভারতের বিমান ধরতে পারেন ধারাভাষ্যকার হিসেবে। ইতোমধ্যেই সিরিজের সম্প্রচারকারি প্রতিষ্ঠান ভায়াকম১৮’র সঙ্গে কথাবার্তা চলছে তামিমের। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি।
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম। তবে তখন তিনি ছিলেন অতিথি ধারাভাষ্যকার। এবার তামিমকে দেখা যেতে পারে মূল ভূমিকায়।
ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যে যোগ দেওয়ার ইচ্ছের কথা আগেও জানিয়েছিলেন তামিম। এখন সেটিই আছে বাস্তব হওয়ার পথে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ।